ইবির মহেশপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মহিউদ্দিন, সম্পাদক রিয়ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মহেশপুর ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রিয়ন আহমেদকে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) সংগঠনটির উপদেষ্টা ও আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. লোকমান হোসেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সি. সহ. সভাপতি এম ই এইচ শোভন, সহ সভাপতি সাব্বির আহমেদ মোসাঃ বীনা, শ্রাবনী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, ইসরাত জাহান এ্যানি, জেসিয়া খাতুন জেসমিন, সাংগঠনিক সম্পাদক তৌফিক হাসান, সহ সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার, শান্তা খাতুন, অর্থ সম্পাদক নুর আলম, দপ্তর সম্পাদক সম্রাট হোসেন, সাহিত্য সম্পাদক ফারিহা মেহজাবিন ত্রিশা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রুবায়েদ আহমেদ লিমন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আফরোজা খাতুন, নারী বিষয়ক সম্পাদক ঐশী ইসলাম, প্রচার সম্পাদক জাহিদ হাসান, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আলী কদর সহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

নবমনোনীত সভাপতি বলেন, “আলহামদুলিল্লাহ, আমাকে এই মহান দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের ভ্রাতৃত্ব, মূল্যবোধ ও পারস্পরিক সহানুভূতির প্রতীক। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা মহেশপুরের ছাত্রদের কল্যাণে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকুন, পরামর্শ দিন ও দোয়া করুন।”

সাধারণ সম্পাদক বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞ। মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক, ভ্রাতৃত্বপূর্ণ সংগঠন। আমরা একসাথে এটিকে সক্রিয়, অংশগ্রহণমূলক ও সহানুভূতিশীল একটি প্ল্যাটফর্মে রূপ দিতে চাই। সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব ও দায়িত্ববোধ বিকাশই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় এগিয়ে যেতে চাই।”

প্রথম কমিটির আহবায়ক মোঃ শাহীদ কাওসার বলেন, “মহেশপুর ছাত্র কল্যাণ সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইনশাআল্লাহ, নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে এই সংগঠন আগামীতেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মহেশপুরের শিক্ষার্থীদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে—এই প্রত্যাশাই করি। আমি সংগঠনের সাফল্য ও ধারাবাহিক অগ্রগতির জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”