ইবির শারীরিক শিক্ষা বিভাগের ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতি ১৫ শতাংশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৬৯৬ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১০৭ জন। যা মোট আবেদনের ১৫.৩৭ শতাংশ।
বুধবার (১৯ জুলাই) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে দ্বিতীয় দিনের এ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৯৬ জন আবেদনকারী মধ্যে উপস্থিত ছিলেন ৭৯ জন।
এর আগে প্রথম দিনের পরীক্ষায় ৩০০ জন আবেদনকারীর মধ্যে ২৮ জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৫ জনকে ভর্তি নিবে বিভাগটি। আজ রাতের মধ্যে ফলাফল দিবে বলে জানিয়েছে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন