ইবির স্নাতক প্রথম বর্ষের ক্লাস ৮ ফেব্রুয়ারি, এখনও ফাঁকা ৩০৪ আসন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস। আজ সোমবার (৩০ জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এইচ এম আলী হাসান (ভারপ্রাপ্ত)।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
এদিকে ভর্তি কমিটির তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ে এখনও ফাঁকা আসনের সংখ্যা ৩০৪ টি। এর মধ্যে বিজ্ঞান অনুষদের সর্বোচ্চ ২৪৫ টি, কলা, সামাজিক ও আইন অনুষদের ৩৮টি এবং বাণিজ্য অনুষদের ২১ টি আসন ফাঁকা রয়েছে।
এ সম্পর্কে রেজিস্ট্রার বলেন, আগামী বুধবারের পর বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ডাকা হবে। উপস্থিতি যারা থাকবে তাদের স্বাক্ষর নিয়ে মেধাতালিকা অনুযায়ী সাবজেক্ট দেওয়া হবে।
প্রথম থেকে সপ্তম মেধাতালিকার চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল গত রবিবার। এ প্রক্রিয়া চলমান থাকবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। পর্যায়ক্রমে ১০ টি মেধাতালিকা ঘোষণা করেও আসন সম্পন্ন করতে পর্যাপ্ত শিক্ষার্থী খুঁজে পায়নি বিশ্ববিদ্যালয়টি। তাই পরবর্তীতে এ ভর্তি প্রক্রিয়া শেষে গণবিজ্ঞপ্তি ঘোষণা করা হবে কিনা?
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. আহসান-উল-আম্বিয়া বলেন, এবার গণবিজ্ঞপ্তির সম্ভবনা খুবই কম। সামনে যে মেরিট লিস্ট বের হবে একটু বেশি পজিশন পর্যন্ত দেওয়া হবে। যারা যারা সশরীরে উপস্থিত হতে পারবেন। তাদের মধ্যে সাবজেক্ট মেরিট পজিশন অনুযায়ী দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। গুচ্ছের অন্তভুক্ত বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা ২ হাজার ২০ টি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন