ইবি ছাত্রী নির্যাতন: অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নবীন ছাত্রীকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে হল কর্তৃপক্ষ। এছাড়াও অভিযুক্তদের দেশরত্ন শেখ হাসিনা হল সংযুক্তি বাতিলের সুপারিশ কর্তৃপক্ষকে পাঠানো হবে।
হল বডির জুরুরি সভা শেষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা চারটার দিকে হলটির প্রভোস্ট অধ্যাপক ড.শামসুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
আবাসিকতা বাতিলকৃত পাঁচ শিক্ষার্থী হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী। অন্তরা বাদে সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আগামী ১ মার্চের মধ্যে বহিষ্কৃতদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি সভায় দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. সামছুল আলমের সভাপতিত্বে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আহসানুল হক, সদস্য ড.ইসরাত জাহান, ড. মৌমিতা আকতার, ড. নুরুল ইসলাম ও ড. আসমা সাদিয়া রুনা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন