ইবি শিক্ষার্থীর ৩৬ জুলাই স্মরণে ৩৬ কিলোমিটার ম্যারাথন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ জুলাই স্মরণে ৩৬ কিলোমিটার ম্যারাথন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (৫ আগস্ট) কুষ্টিয়ার কুমারখালি থেকে সকাল সাড়ে ৭ টায় তিনি ম্যারাথন শুরু করেন। দীর্ঘ ৪ ঘন্টার ম্যারাথন শেষে বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পৌঁছেছেন। তিনি এই ম্যারাথন জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের উৎসর্গ করেন।
ম্যারাথন শেষে সাজ্জাদুল্লাহ বলেন, ৩৬ কাছে একটি আবেগের দিন। গত বছরে এই দিনে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাই এই দিনটি স্মরণীয় করে রাখতে আমি ৩৬ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেছি।দৌড়ে হাঁটুতে পেইন হলেও করতে পেরেছি।
তিনি আরো বলেন- জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি নতুন বাংলাদেশে চেতনা বৈষম্যহীন সমাজ গঠন এবং সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রেখে সামনের পথ চলতে হবে।সকল আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত রাখতে ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠন ও জনগণের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং দেশকে জুলাইয়ের চেতনা ধারণ করে আগামীর পথ চলার আহ্বান জানাচ্ছি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন