ইভিএমে অনাস্থা জানিয়েছে বিএনপি
জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে লিখিত চিঠি দিয়েছে বিএনপি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার বেলা আড়াইটায় দলটির তিন সদস্যের প্রতিনিধি দল সিইসির কাছে এ সংক্রান্ত চিঠি তুলে দেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে ওই চিঠিতে।
বিএনপি তিন সদস্যের প্রতিনিধি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি নেতা সুজা উদ্দিন।
সিইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘সিইসিকে বলেছি ইভিএম আমরা চাই না। আগামী সংসদে যেন এর (ইভিএম) ব্যবহার যেন না হয়।’
তিনি আরো বলেন, ‘আমরা সিইসিকে বলেছি, বিশ্বের অনেক দেশ যেখানে ইভিএম পরিত্যাগ করছে, সেখানে বাংলাদেশে তা চালু করা উদ্দেশ্যপ্রণোদিত। এর অন্য কোনো উদ্দেশ্য রয়েছে; এখানে ডিজিটাল কারচুপির শঙ্কা রয়েছে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘সিইসি আমাদের বলেছেন, এটা একটা নতুন পদ্ধতি; এটা নিয়ে দেখার বিষয় রয়েছে। কমিশন বলছে, কেউ আপত্তি করলে ইভিএম তারা ব্যবহার করবে না। এখন পর্যন্ত যা বুঝলাম তাতে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা নেই।’
বিএনপির এ নেতা বলেন, ‘ব্যালটের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করার জন্য আরপিও সংশোধনের সুযোগ রয়েছে। আইন সংস্কার নিয়ে আমরা কথা বলব। সিইসি বলেছেন- ইসির প্রস্তাবিত সংস্কার বইয়ের মতো করে রাজনৈতিক দলসহ সবার কাছে পাঠানো হবে, সংলাপে তাদের মতামত নেবেন। আমরা সেখানে পরামর্শ দেব।’
ইসির সংলাপে অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমরা আসব, আলোচনা করব। শুধু আমরা নই সব রাজনৈতিক দলকে আহ্বান জানাবেন। আমরা নির্বাচন চাই, নির্বাচনেও অংশ নেব। এর জন্য পরিবেশও চাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন