ইভিএমে জয় পেলেন এরশাদ

বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রংপুর -৩ (সদর ও রসিক) আসনে মহাজোটের প্রার্থী ছিলেন এইচ এম এরশাদ। ওই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

এইচ এম এরশাদ পেয়েছেন এক লাখ ২৭ হাজার ১৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পিপিবির রিটা রহমান পেয়েছেন ৪৮ হাজার ৫৪৩ ভোট।

ওই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিরুজ্জামান পেয়েছেন ২০ হাজার ৯৪৪ ভোট। এ ছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনোয়ার হোসেন বাবলু দুই হাজার ৮৯৮, জাকের পার্টির আলমগীর হোসেন আলম দুই হাজার ৭৪১, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল ৪০৬, এনপিপির শামসুল হক ৮৪৭, জাসদের সাখাওয়াত হোসেন রাঙ্গা এক হাজার ৩৯৭, পিডিবির সাবির আহমেদ দুই হাজার ৪৩৩ ভোট পেয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। এরমধ্যে একটি ছিল রংপুর-৩ আসন।