ইমরানকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/Imran-H-Sarkar.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিদেশ যাওয়ার ক্ষেত্রে তার প্রতি কোনো আদালতের নিষেধাজ্ঞা না থাকায় এই নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
এর আগে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশনা চেয়ে আজ সকালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন ইমরান।
বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি নিয়ে এই আদেশ দেন।
উল্লেখ্য, ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে বলে মঞ্চের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে বিমানবন্দর থেকে ফিরতে হয় তাকে। মার্কিন পররাষ্ট্র দফতরের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে বিমানে ওঠার পর সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়।
জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর উল ইসলাম তার পক্ষে আদালতে শুনানি করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন