ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেরোবি জেলা ফোরামের নেতৃত্বে হাসান শেখ
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জেলা ফোরামের সমন্বয়কারী নির্বাচিত হন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী হাসান শেখ।
(১৭ ডিসেম্বর) মঙ্গলবার ২০২৪, ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর ইয়ুথ কর্ণারে বেরোবি জেলা ফোরাম পুনর্গঠন সম্পন্ন হয়। এতে
৬ জন প্রতিনিধি নিয়ে উক্ত জেলা ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়।প্রতিনিধি নির্বাচনে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী আরমান আরাফাত অনিক, ফেসিলিটেটর রাহী রহমান ও বেরোবি জেলার সকল ইউনিট প্রতিনিধিগণ।
এছাড়া উক্ত কমিটিতে যুগ্ম সমন্বয়কারী (ছেলে) হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুস সাকিব, যুগ্ম সমন্বয়কারী (মেয়ে) হিসেবে দায়িত্ব পালন করবেন মোছা:আল-হুমাইরা জান্নাতি।কর্মশালা সম্পাদক হিসেবে থাকবেন শয়ন চন্দ্র সেন,প্রচার সম্পাদক আশিকুর রহমান,কার্যকরী সদস্য হিসেবে থাকছেন নূসরাত নওশীন বুশরা।
জেলা সমন্বয়কারী হাসান আলী বলেন”সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সব সময় উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেরোবি। ২০২২ সালে যুক্ত হওয়ার সময় থেকে দেখে যাচ্ছি সামাজিক ও সাংস্কৃতিক নানা সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাধানের চেষ্টা করে যাচ্ছে YEH বেরোবি জেলা।দায়িত্ব অনেক বড়, তবে আমি কাজ করতে ভালোবাসি।
কাজ করার সুযোগ পেয়েছি, তাই কাজ করেই যেতে চাই।ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলাকে দক্ষ, শক্তিশালী, বেগবান এবং সুষ্ঠু নেতৃত্ব চর্চার মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন