ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র ভোলা ইউনিটের নতুন কমিটি গঠন
ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ভোলা জেলা শাখার নতুন ইউনিট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ডিসেম্বর) শহরের চ্যাংপাই রেস্টুরেন্ট এ ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ এর ভোলা জেলা ইউনিটের সাবেক যুগ্ম কো-অর্ডিনেটর সিয়াম রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বরিশাল এরিয়া সমন্বয়কারী আল মামুন রাব্বি।
সুজন বন্ধুর জয়েন্ট কনভেনার মোস্তাফিজুর রহমান মিশুক, ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী হাদীউজ্জামান সুজন, ভোলা জেলা ইউনিটের সাবেক কো-অর্ডিনেটর তরুণ সাংবাদিক আশিকুর রহমান শান্ত।
উপস্থিত অতিথি এবং জেলা ফোরামের সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট গ্রহণের মধ্য দিয়ে আগামী (২০২৫-২০২৬) অর্থবছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাচিত হয়। নির্বাচন শেষে ভোলা জেলা ফোরামের নতুন বছরের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
নতুন এ কমিটিতে ভোলা জেলা কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন সিয়াম রহমান। যুগ্ম কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রাশেদ এবং যুগ্ম কো-অর্ডিনেটর (মেয়ে) হিসেবে নতুন দায়িত্বে আসছেন আবিদা আমিন দিবা। নব-নিবাচিত নতুন কমিটির ১৩ সদস্যের মধ্যে অন্যান্য সদস্যরা হলেন, দপ্তর সম্পাদক আফনান মাসুদ, কোষাধক্ষ্য মোঃ নাঈম।
কর্মশালা বিষয়ক সম্পাদক মোঃ রাফসান, প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক প্রণয় চন্দ্র কবিরাজ, প্রচার প্রকাশনী ও পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, শিক্ষা গবেষণা পাঠচক্র বিষয়ক সম্পাদক মোসাঃ বিবি ফাতেমা, বিশেষ দিবস পালন বিষয়ক সম্পাদক ফাহমিদা প্রীতি, কার্যকরী সদস্য-১ মোঃ জুয়েল, কার্যকরী সদস্য-২ মামুন নির্বাচিত হয়েছে।
‘এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত।
এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন