ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা
ইয়েমেন উপকূলে প্রজেক্টাইলের আঘাতে তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত হয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে এটা সর্বশেষ হামলা।
খবর অনুসারে, শনিবার ইয়েমেন উপকূলে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেল ট্যাংকারে আগুন ধরে যায়।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমব্রে জানিয়েছে, লোহিত সাগরের আল-মুখা বন্দর থেকে ২৩ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে এ ঘটনা ঘটে।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এজেন্সিও এই ঘটনার কথা জানিয়েছে এবং বলেছে, ক্রুরা আগুন নিভিয়ে ফেলেছে।
জাহাজ ও ক্রুরা নিরাপদে আছেন বলে জানা গেছে। জাহাজটি পরবর্তী বন্দরে উদ্দেশ্যে রওনা অব্যাহত রেখেছে।
অ্যামব্রে বলেছে, ট্যাঙ্কারটি ২০১৯ সালে যুক্তরাজ্যের ইউনিয়ন মেরিটাইম লিমিটেডের অধীনে নিবন্ধিত ছিল। গত মাসে নাম ও অপারেটরসহ নিবন্ধনের বিবরণ পরিবর্তন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন