ইরাকে নারী আত্মঘাতী জঙ্গির হামলায় ৩১ জন নিহত

ইরাকে সর্বশেষ আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। শুক্রবার বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে মুসায়াব শহরে এক নারী আত্মঘাতী এ হামলা চালায়। মুসায়াবের একটি ব্যস্ত বাজারে এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর সূত্রে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, কারবালাতে অপর একটি হামলার ঘটনা ঘটে। শিয়াদের পবিত্র শহর কারবালার ৩০ কিমি পুবদিকে চালানো এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-আইএস। মধ্য কারবালার আরেকটি বাস স্টেশনে একই সময়ে আরেকটি হামলার ঘটনা ঘটে। তবে আইএস-এর সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সি হামলাকারীদের পরিচয় প্রকাশ করেনি।

কারবালা বোমা হামলায় চারজন আহত হয় বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে। সে হামলাকারীও একজন নারী বলে জানা গিয়েছে। হামলাকারী তার বোরখার নিচে পুরো শরীরে বোমা বেধে রেখেছিলেন।

আইএস-এর রাজধানী হিসেবে পরিচিত মসুল এখন আইএস-এর হাত থেকে সরে যাচ্ছে। এ অবস্থায় মরণপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আইএস। সিরিয়াতেও কঠিন অবস্থার মুখোমুখি আইএস।