ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে এনডিপি চেয়ারম্যানের শোক

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাদের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং ইরানী জনগনের প্রতি সমবেদনা জ্ঞপান করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।

মঙ্গলবার (২১ মে) এক শোকবার্তায় এনডিপি চেয়ারম্যান বলেন, গতকাল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি তুষারাবৃত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ সরকারের অন্যান্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে।

তিনি বলেন, ইব্রাহিম রাইসি’র মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন অসাধারণ রাষ্ট্রনায়ক। ভ্রাতৃপ্রতিম দেশটির ক্ষতি কাটিয়ে উঠতে আল্লাহ তা’আলা যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দান করেন। রাইসি ছিলেন একজন অসামান্য রাজনীতিবিদ যিনি তার সারা জীবন নিজ মাতৃভূমির সেবায় উৎসর্গ করেছেন।