ইলিশ কিনতে গিয়ে বরখাস্ত ৩ পুলিশ
মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে জেলেদের কাছ থেকে অবৈধভাবে ইলিশ কিনতে যাওয়ার অভিযোগে বরখাস্ত হয়েছেন পুলিশের এক এএসআই ও দুই কন্সটেবল।
তারা হলেন- ভবেরচর হাইওয়ে পুলিশের এএসআই ইয়ামিন, কন্সটেবল সোহেল ও মোহাব্বত। এছাড়াও গাজীপুরেরর টঙ্গীতে হাইওয়ে পুলিশে সংযুক্ত করা হয়েছে পরিদর্শক (ইন্সপেক্টর) আলমগীর হোসেনকে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির নতুন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হাবিবুর রহমান জানান, ২০ অক্টোবর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে জেলেরা অবৈধভাবে মা ইলিশ শিকার করেন। জেলেদের কাছ থেকে অবৈধভাবে সেই ইলিশ কিনতে যাওয়ার অভিযোগে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের এই চার সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তাদের ক্লোজ করা হয়।
পরে গত ২৮ অক্টোবর রোববার এএসআই ও দুই পুলিশ কন্সটেবলকে বরখাস্ত করা হয় এবং সোমবার ইন্সপেক্টর আলমগীর হোসেন গাজীপুরে টংগীতে সংযুক্ত হন।
তিনি আরো জানান, স্থানীয় জেলেরা গজারিয়া থানার ওসির কাছে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন।
কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় গজারিয়ার ওসি হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানি না।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন