ইসকন নিষিদ্ধের দাবিতে শেরপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গাজীপুরের টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুহিবুল্লাহ মাদানীকে অপহরণের প্রতিবাদে, আইনজীবী আলিফ হত্যার বিচার দাবিতে এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণসহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের আগ্রাসন ও দেশবিরোধী ষড়যন্ত্রের হোতা ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, শেরপুর জেলা শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ যোহর শেরপুর জেলা শহরের থানা মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা হেফাজতের আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি খালিসুর রহমান হাফিঃ।

সমাবেশে বক্তব্য রাখেন মুফতি সাঈদ বিন শরীফ, মাওলানা মোকাররম হোসাইন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আকরাম হোসাইন, মুফতি আল আমিন সাদী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হযরত আলী আশরাফী, মুফতি আবু তালেব মোঃ সাইফুদ্দিন, রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সংবিধান ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। তারা আরও বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যে কোনো সংগঠনকে আইনের আওতায় এনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

প্রতিবাদ সমাবেশ শেষে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা।