ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা নামাজের পর বেলকুচি উপজেলার কামারপাড়া শেরনগরের সর্বস্তরের জনসাধারণ ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাঁতী যাত্রী ছাউনির সামনে সমাবেশ করে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি উপজেলার ছাত্র প্রতিনিধি মুসা হাশেমী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেলকুচি উপজেলা সাথী শাখার সভাপতি ইউসুফ আলী বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি পৌরসভা শাখার সহ-সেক্রেটারি রহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি আব্দর রহমান, বেলকুচি সরকারি কলেজের সিনিয়র রোভার মেট কাউছার মাহমুদ, বেলকুচি পৌরসভার ৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ আব্দুল মান্নান, বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিকদল ও ছাত্র সংগঠনের নের্তৃবৃন্দ প্রমূখ।

মিছিল পূর্বক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি উপজেলার ছাত্র প্রতিনিধি মুসা হাশেমী বলেন, বলার কিছু নাই, আজকে আমাদের মুসলমানদের ওপর ইহুদিদের আক্রমন। মসজিদে আকসা ধ্বংস করে দিয়েছে। আর আমরা মুসলমান হিসেবে ঘরে বসে থাকবো এটা হতে পারে না। আমরা চুপ থাকার কারণে আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আমরা বেলকুচি থেকে দূর্বার আন্দোলন গড়ে তুলবো। এখান থেকে আমরা ছাত্র, শিক্ষক, এলাকাবাসীসহ সকলে মিলে আন্দোলনে অংশ গ্রহন করবো। এই বেলকুচি থেকেই আন্দোলনের সুতিকাগার হবে। এই আন্দোলনই হবে গাজা তথা ফিলিস্তানি বিজয়ের আন্দোলন। এ ছাড়াও বক্তারা ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেন।