ইসরায়েলি হামলার প্রতিবাদে মদনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/received_2046389929055005-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণা মদন উপজেলায় সম্মেলিত উলামা পরিষদ ও সর্বস্থরের তৌহিদী জনতার উদ্যোগে, ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে মদন উপজেলায় গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বোরবার (১৫ অক্টোবর) সকালে “নারায়ে তাকবীর আল্লাহু আকবার” শ্লোগানে মুখরিত হয়ে উঠে মদন পৌর শহর। মিছিলটি জাহাঙ্গীরপুর শাহী জামে মসজিদ থেকে শুরুতে হয়ে পুরো পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে এসে শেষ হয়। মিছিলে হাজারো জনতার উপস্থিতি ঘটে।
মিছিল শেষে উপজেলা মুক্ত মঞ্চে ভাইস চেয়ারম্যান মুফতী আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও হাফেজ আব্দুর রউফের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী, মাওলানা ফারুক উদ্দীন ভুঁইয়া, মুফতি নজরুল ইসলাম ও মাওলানা আজিজুর রহমান সহ অন্যান্য আলেমগণ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন