ইসরায়েলে হামলা, প্রত্যাশার চেয়েও বেশি সাফল্যের দাবি ইরানের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/04/IMG7662-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরিয়ার দামেস্কে নিজের কনস্যুলেটে হামলার জেরে ইসরায়েলের মাটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। রবিবার রাতের এই হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
প্রতিশোধমূলক এই হামলায় প্রত্যাশার চেয়েও বেশি সাফল্যের দাবি করেছে ইরান।দেশটির সেনাবাহিনী আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হোসেন সালামি রাষ্ট্রীয় গণমাধ্যমে এই দাবি করেন।
তিনি বলেছেন, “তথ্য এখনও আসছে, তবে প্রাথমিক মূল্যায়ন হল- এই অভিযানে আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য অর্জন হয়েছে।”
তিনি আরও বলেন, “স্বাভাবিকভাবেই, দখলকৃত ভূমিতে বসবাসকারী জনগণ, ইহুদিবাদী কর্মকর্তারা এবং ইহুদিবাদী শাসক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ও দখলদার সেনাবাহিনী এই মুহূর্তে এই হামলার প্রভাব সম্পর্কে আরও ভালভাবে বুঝতে পেরেছে।”
সালামি বলেন, “ইরাক, জর্ডান এবং এমনকি সিরিয়ার কিছু অংশেও ইসরায়েলের জন্য বিমানের প্রতিরক্ষা সরবরাহ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। তারপরও বহু সংখ্যক ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষামূলক ক্ষমতার স্তরগুলো ভেদ করতে সক্ষম হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা আরও বড় আক্রমণ চালাতে পারতাম, কিন্তু আমরা তা সীমিত রেখেছি।” সূত্র: আল জাজিরা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন