ইসরায়েলের সবচেয়ে বড় বিমান মহড়ায় অংশ নিল ভারত
প্রথমবারের মতো ইসরায়েলের সবথেকে বড় বিমান মহড়ায় অংশ নিল ভারত। আকাশপথে এই বিশেষ মহড়ার নাম ছিল‘ব্লু ফ্ল্যাগ’।
এবার সেই মহড়াতেই অংশ নিল ভারতীয় বিমানবাহিনী। ইসরায়েলের আকাশে ওড়াল একের পর এক যুদ্ধবিমান।
জানা গেছে, এই মহড়ায় অংশ নিতে ভারতের এয়ার ফোর্সের ৪৫ জন সদস্যের একটি টিম পৌঁছেছে ইসরায়েলে। আর ভারতের বিমানবাহিনীর সেই টিমের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন মালুক সিং। গত সপ্তাহেই ভারতী বিমান বাহিনাইড় বিমানগুলি পৌঁছেছে দক্ষিণ ইসরায়েলের উভদা এয়ার ফোর্স বেসে।
রবিবার ইজরায়েলি সেনার এই বিশেষ মহড়ায় অংশ নিয়েছিল বিশ্বের ন’টি দেশ। উপস্থিত ছিল আমেরিকা, গ্রিস, পোল্যান্ড, ফ্রান্স, ইতালি, জার্মানির সেনাবাহিনীর বিশেষ টিম। ভারতের তরফ থেকে পাঠানো হয়েছিল C-130J সুপার হারকিউলিস মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। অন্যান্য দেশ থেকেও এসেছিল একাধিক ট্রান্সপোর্ট জেট, ফাইটার জেট, রিফুয়েলিং এয়ারক্রাফট।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়ের তরফ থেকে বলা হয়েছে, এই মহড়ার মাধ্যমে যুদ্ধ কৌশল সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে ভারতের বিমান বাহিনীর সেনাদের। ২০১৩ সাল থেকে ইসরায়েলের এই ‘ব্লু ফ্ল্যাগ’ এক্সারসাইজ শুরু হয়েছে। এবছর মহড়ায় অংশ নিয়েছিল ৫০টি এয়ারক্রাফট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন