ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সেশন জট মুক্ত হবে- ভাইস চ্যান্সেলর


ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন সব ঠিকঠাক থাকলে আগামী এক বছরের মধ্যেই সেশনজট মুক্ত হবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এজন্য বিভিন্ন বর্ষের বকেয়া পরীক্ষাগুলো খুব অল্প সময়ের মধ্যেই নেয়া হবে এবং ফলাফলও দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে।
(১৬ মার্চ) রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে আয়োজিত অধিভুক্ত মাদরাসা সমূহের আটটি ব্যাচের মূল সনদ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার জনাব এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার জনাব মোঃ আইউব হোসেন বক্তৃতা করেন।
এসময় অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোছাব্বির মোহাম্মদ মুছা’সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল (স্নাতক) অনার্স-২০১৯, ২০২০ ও ২০২১, কামিল (স্নাতকোত্তর) মাস্টার্স-২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ এবং কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদী-২০১৮ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ ও নম্বরপত্র বিতরণ করা হয়। সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ গণকে যথাসময়ে মূল সনদ ও নম্বরপত্র গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন