ইসলামী আন্দোলনের হাতিরঝিল থানা সেক্রেটারীর পিতার ইন্তিকালে শোক

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন হাতিরঝিল থানা শাখার সেক্রেটারী জুনায়েদ আল হাবিবের পিতা আলহাজ্ব মোঃ রজব আলী মোল্লাহ ৩রা আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত ২ ঘটিকার সময় গ্রামের বাড়ি যশোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইন্তেকালের সময় তিনি ৭ মেয়ে ও ৩ ছেলে সহ নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোকবাণী:
মরহুম আলহাজ্ব রজব আলী মোল্লাহ’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।

শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, “মরহুম আলহাজ্ব রজব আলী মোল্লাহ” দীনের একজন একনিষ্ঠ দা’য়ী ও নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সহজ-সরল জীবন-যাপনে অভ্যস্ত ছিলেন। তিনি তার প্রতিটি সন্তানকেই দীনদার করে গড়ে তোলার চেষ্টা করে গেছেন। আমরা মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করেন।