ইসলামী ছাত্রআন্দোলনের ৫ দফা দাবিতে জবি উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান

৫ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র আন্দোলন জবি উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বৈষম্যমূলক সিদ্ধান্ত সংশোধন ও ন্যায়সঙ্গত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম স্যারের নিকট স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্র আন্দোলন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল ওয়াহীদ এবং সহ সভাপতি মোফাচ্ছেল হোসাইন সৈকত ও অন্যান্য নেতৃবৃন্দ । 

স্মারকলিপিতে উল্লিখিত দাবিসমূহ হলো:

১. বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিল: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে বিদ্যমান বৈষম্যমূলক পোষ্য কোটা অবিলম্বে বাতিল করতে হবে।

২. সহিংসতায় জড়িতদের বহিষ্কার: নিষিদ্ধ ঘোষিত  ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কিংবা জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত শিক্ষার্থীদের স্থায়ী  বহিষ্কার করতে হবে।

৩. ফ্যাসিবাদের সহযোগী শিক্ষকদের বিরুদ্ধে  প্রশাসনিক ব্যবস্থা: যে সকল শিক্ষক এখনো ফ্যাসিবাদের নীলনকশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

৪. শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে অগ্রাধিকার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে।

৫. ত্রিবার্ষিক উন্নয়ন পরিকল্পনা: বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে ত্রি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও তা শিক্ষার্থীদের কাছে পেশ করতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল ওয়াহীদ বলেন, “আমরা মনে করি আমাদের দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যোক্তিক। প্রশাসন সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করবে বলে আশা করছি।”