ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি আমির হামজা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে আসছেন তরুণ ইসলামী বক্তা মুফতি আমির হামজা। আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যায়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির একাধিত অধ্যাপক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন ও অধ্যাপক ড. লোকমান হোসাইন।

এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িম, সাধারণ সম্পাদক রাকিব রিফাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিভাগটির শিক্ষকরা জানান, আল-কুরআন বিভাগেল প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থী বিভাগটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। তাই আগামী ২২ আগামী ফেব্রুয়ারি আমরা পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছি।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গির আলমসহ প্রসাশনিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এছাড়াও আকিজ গ্রুপের বর্তমান প্রধান মহিউদ্দিন, বিভাগটির সাবেক শিক্ষার্থী ও জনপ্রিয় ইসলামি স্কলার মুফতি আমির হামজাসহ বিভিন্ন খ্যাতিমানরা উপস্থিত থাকবেন। এদিন অনুষ্ঠান উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও লাহান সন্ধ্যা আয়োজনের কথাও জানান তারা।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি বলেন, অনুষ্ঠান সফল করতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল অংশীজনের সহায়তায় কামনা করছি। আশা করছি সকলের সহায়তায় আমরা একটি সুন্দর অনুষ্ঠান সম্পন্ন করতে পারব।