ইয়াবা ব্যবসায়ী ছাত্রলীগ নেতা অবশেষে গ্রেফতার
ছাত্র নেতার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের জিএস এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু তাহের রিমন। অবশেষে ইয়াবা ও হেরোইনসহ তিনি ধরা পড়েছেন পুলিশের জালে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওয়ারী থানার ওসি আজিজুর রহমান বলেন, রিমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। কিন্তু তাকে হাতেনাতে ধরা যাচ্ছিল না। গোপন খবরের ভিত্তিতে গত ২ অক্টোবর রাতে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে থেকে আবু তাহের রিমন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
ওই দুই সহযোগী হলেন সৈকত হোসেন ও মো. আল আমিন। তাদের কাছ থেকে ১ হাজার ৩০০ পুরিয়া হেরোইন ও ১২ পিস ইয়াবা পাওয়া গেছে। এসবের মূল্য প্রায় তিন লাখ টাকা।
পরে এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছেন। বুধবার আদালতে নেয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়ে দেন বলে জানান ওসি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন