ইয়েমেনে গভীর সংকট : পাতা সিদ্ধ করে খাচ্ছে মানুষ!
তিন বছরের যুদ্ধে গভীর সংকটে পড়েছে ইয়েমেন। দেশটির বেশিরভাগ মানুষই এখন যুদ্ধের সরাসরি ভুক্তভোগী। প্রায় ২ কোটি মানুষ প্রতিদিন প্রয়োজনীয় খাবার পাচ্ছেন না। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের প্রত্যন্ত এলাকায় মানুষজন ক্ষুধা নিবারণের জন্য কিছু পাচ্ছে না। তাই লতাপাতা সিদ্ধ করে বানানো ঝোল খেয়ে জীবন বাঁচিয়ে রাখছে তারা।
বার্তা সংস্থা এপি একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, হাজ্জাজ প্রদেশের জেলা আসলামে একটি পরিবার কিছু পাতা সংগ্রহ করে সিদ্ধ করার জন্য প্রস্তুত করছে। তাদের পাশে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ক্ষীণকায় কয়েকটি শিশু। ছবিটি গত ২৫ আগস্ট তোলা বলে জানানো হয়েছে।
এপির প্রতিবেদক জানাচ্ছেন, এ রকম অবস্থা স্থানীয় অনেকের। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অব্যাহত হামলা এবং ইরানের মদদপুষ্ট হুথি বিদ্রোহীদের প্রতিরোধের কারণে ইয়েমেনে বহু এলাকায় আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো ত্রাণ পৌঁছাতে পারছে না। আবার এত বিপুল পরিমাণ ত্রাণের চাহিদা মেটাতে জাতিসংঘসহ অন্যান্য সংস্থাগুলো হিমশিম খাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন