ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ২৩

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে নতুন করে সৌদি জোটের পৃথক বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছে।

স্থানীয় কয়েকটি সূত্রের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের আবস জেলার আল-জার এলাকায় বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছে। এই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, আল-হুদাইদা প্রদেশের খামিস আল-ওয়াইজাত এলাকায় আরেকটি বিমান হামলায় ৬ বেসামরিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

প্রসঙ্গত, পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে হামলায় বেসামরিক মানুষ হতাহত ছাড়া এখনও পর্যন্ত তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি সৌদি জোট।