ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় ছাত্র-ছাত্রীদের মাঝে গণসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত

”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ২০২৫ ও ঈদ উল আযহা ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা এর অংশ হিসেবে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি চলমান রেখেছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।
সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ২০২৫ ও আসন্ন ঈদ উল আযহা ২০২৫ উপলক্ষে এর অংশ বিশেষ মঙ্গলবার (২৭ মে ‘২৫) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের অদূরে লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর, উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।
কর্মশালায় বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন