ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খণ্ড খণ্ড যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে গাড়ি ধীরগতিতে চলছে। ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়ে যাওয়া সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
সকালে মহাসড়কের এলেঙ্গা, রসুলপুর, করটিয়া বাইপাস, ধেরুয়া রেলক্রসিং, পাকুল্যা এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের মির্জাপুর অঞ্চলের পরিদর্শক (টিআই) শাহাদৎ হোসেন সেলিম জানান, মহাসড়কের গোড়াই, ধেরুয়া রেল ক্রসিং, নাটিয়া পাড়া, পাকুল্যা, করটিয়া বাইপাস, রাবনা বাইপাস, রসুলপুর ও এলেঙ্গা এলাকায় গাড়ি ধীরগতিতে রয়েছে। রাস্তায় খানা খন্দ ও উত্তরবঙ্গগামী গাড়ির চাপ বেড়ে যাওয়াই এ ধীরগতির কারণ।
যান চলাচল স্বাভাবিক করতে জেলা ও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। এদিকে বঙ্গবন্ধু সেতুর টোল গ্রহণে ধীরগতির কারণে আজ সকালে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত অন্তত ১০ কিমি যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশে হস্তক্ষেপে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন