ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫৪
বিগত ঈদুল আজহায় সারা দেশে সড়ক দুর্ঘটনায় মোট ২৫৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৬৯৬ জন।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে যাতায়াতকালে ২১৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সড়কপথ, রেলপথ ও নৌপথে মোট ২৭২টি দুর্ঘটনা ঘটে। এতে ৩২২ জন মারা যান, আহত হন ৭৫৯ জন।
যাত্রী কল্যাণ সমিতি আরো জানায়, ঈদ যাত্রা শুরুর দিন২৮ আগস্ট থেকে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরা ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৩ দিনে ২১৪টি সড়ক দুর্ঘটনায় ২৫৪ জন নিহত ও ৬৯৬ জন আহত হয়েছেন। একই সময়ে নৌপথে ১৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৩ জন আহত এবং রেলপথে ট্রেনে কাটা পরে ৪৩ জন নিহত হয়েছেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা ২২টি জাতীয় দৈনিক, ছয়টি আঞ্চলিক দৈনিক ও ১০টি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ মনিটরিং করে এ পরিসংখ্যান তৈরি করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন