ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে কাল
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল খুলছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ সব সরকারি অফিস-আদালত। খুলছে অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও।
এক মাস সিয়াম সাধনা শেষে গত বুধবার সারাদেশে পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪, ৫ ও ৬ জুন) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকুরেরা পাঁচ দিন ছুটি কাটানো সুযোগ পান। আজ শনিবারই শেষ হচ্ছে ছুটি। এর ফলে আগামীকাল থেকে আবার কর্মচঞ্চল হবে অফিস পাড়া।
এদিকে ঈদের ছুটিতে যারা বাড়ি গিয়েছিলেন তারা এখন আবার কর্মস্থল রাজধানীমুখী হতে শুরু করেছেন। ফলে আজ থেকে শুরু হয়েছে ঢাকামুখী যাত্রীদের চাপ।
ছুটির পর অফিসপাড়ার প্রথম দিন সাধারণ কাটে অনেকটা ঢিমেতালে। এদিন ঈদ শুভেচ্ছা বিনিময়, গল্প-গুজব করেই সাধারণত দিন কাটান কর্মকর্তা-কর্মচারীরা। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।
ছুটি শেষে রংপুর এক্সপ্রেসে করে গাইবান্ধা থেকে আসা রফিকুল ইসলাম বলেন, ‘ছুটি শেষ আজ ঢাকায় এসেছি। আগামীকাল অফিস করবো।’ এবার ঢাকায় ফিরতে তেমন কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন