ঈদের জামাতে কাবা প্রাঙ্গণে লাখ লাখ মুসল্লি
সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে আজ। বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় ২৯ দিনেই শেষ হয়েছে এবারের রমজান। শনিবার ভোরে কাবা প্রাঙ্গণে ঈদের জামাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন।
কাবা প্রাঙ্গণে ঈদের নামাজে ইমামতি করেন শেখ সালেহ আল হুমাইদ। কাবা প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের রাস্তাও মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। খবর হারামাইন শরিফাইনের
এর আগে মক্কার গ্র্যান্ড মসজিদে ২৮ রমজানের রাতে একসাথে ২.৫ মিলিয়নের বেশি লোক খতমে কোরআন নামাজে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ওমরাহ পালনকারী ও দর্শনার্থীরাও উপস্তিত ছিলেন।
সৌদির দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি প্রধান শেখ আবদুরহমান আল-সুদাইস এই নামাজের নেতৃত্ব দেন। খতমে কোরআনের অর্থ হলো তারাবির নামাজে কোরআন খতম দেয়া।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে।
অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করবে। কারণ, এসব দেশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন