ঈদের নতুন পোশাক না দেওয়ায় ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুর আত্নহত্যা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG-20230415-WA0003-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঈদের নতুন পোশাক কিনে না দেওয়ায় শাহাদাত হোসেন নামে এক ৮ বছরের শিশু আত্নহত্যা করেছে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে নিজ বাড়ীর গোয়াল ঘর থেকে উড়না পেচানো ফাঁসি দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু সদর উপজেলার ভূল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মধ্য পাড়া গ্রামের কৃষক জহিরুল ইসলামের ছোট ছেলে।
পুলিশ ও পরিবার জানান, শনিবার শিশু শাহাদাত হোসেনের ঈদের নতুন পোশাক নেওয়ার জন্য বাবা জহিরুল ইসলাম বড় ছেলে হানিফকে এক হাজার টাকা দেয়। বড় ছেলে সকালে কাজের সন্ধানে বাইরে চলে গেলে আসতে দেরি হওয়ায়। অভিমানে পরিবারের অগোচরে বাড়ীর গোয়াল ঘরের শড়ে সাথে উড়না পেঁচিয়ে আত্নহত্যা করে শিশু শাহাদাত হোসেন (৮)। পরে মা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ভূল্লী থানা পুলিশ।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), একে এম আতিকুর রহমান জানান, ঈদের নতুন পোশাক কিনে দিতে দেরি হওয়ায় পরিবারের উপর অভিমান করে শিশুটি আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন