ঈদের প্রধান জামাতে নামাজ পড়লেন রাষ্ট্রপতি
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারও মানুষ হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে শামিল হন।
বুধবার (২২ আগস্ট) ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় শুরু হয়। সকাল ৮টা ৩২ মিনিটে মোনাজাতের মাধ্যমে শেষ হয় জামাত। এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা মুহাম্মদ এহ্সানুল হক।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে প্রধান জামাতের প্রথম কাতারে নামাজ আদায় করতে দেখা গেছে।
জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
নামাজ শেষে মুনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
জাতীয় ঈদগাহ ঘিরে তৈরি করা হয়েছিল কঠোর নিরাপত্তা বলয়। মূল প্রবেশ পথে ছিল আর্চওয়ে। পাশেই ছিল ডিএমপির নিয়ন্ত্রণ কক্ষ। সেখান থেকে ক্লোজ সার্কিট ক্যামেরায় পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছিল। বাইরে র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপর দেখা গেছে।
এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়।
বুধবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযপিত হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন