ঈদের শুভেচ্ছা জানালেন বার্নিকাট-ব্লেক
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক। দুই মিশনের অফিসিয়াল ফেসবুকে এই শুভেচ্ছা জানান তাঁরা।
মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে আজ বুধবার (২২ আগস্ট) ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় মার্শা বার্নিকাট বলেন, ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। তবে ঈদ ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।
এ ছাড়া ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক তাঁর অফিসিয়াল ফেসবুকে বলেন, ঈদ মোবারক। আমি ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ আপনার ও আপনার প্রিয়জনের জন্য সুন্দর ও শান্তিময় হয়ে উঠুক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন