‘ঈদের ১৫ নাটকে মিলন!
ঈদের ১৫টি নাটকে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা আনিসুর রহমান মিলন! ঈদকে সামনে রেখে শুটিং নিয়ে ব্যতিব্যস্ত জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি পরিচালক তপু খানের পরিচালনায় শুটিং করলেন ‘সমুখে সোনালী দিন’ টেলিফিল্মের শুটিং।
টেলিফিল্মে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে ‘অপু’ চরিত্রে অভিনয় করছিলেন মিলন। তিনি জানান, ‘ঈদের ১৫টি নাটকে কাজের সম্মতি দিয়েছেন। এরমধ্যে চয়নিকা চৌধুরীর দুটি নাটক শেষ করেছেন। দীপ্ত টিভির ইনহাউস একটা কাজ করেছেন। সকাল আহমেদের একটি নাটক, সেতু আরিফের একটি। সজীব মাহমুদের পরিচালনায় তিনটি নাটক করেছেন। তুষার খানের একটি করেছি, এ কে শুভর একটি কাজ করেছি।
এরপর যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে, আবু হায়াত মাহমুদের ছয় পর্বের কাজ। এটিনএন বাংলার জন্য পরিচালক সঞ্জুর একটা কাজ করব, তুষার খানের আরেকটি ঈদের নাটক, পরিচালক শুভর সাত পর্বের একটি নাটকে কাজ। নাঈমের একটা ঈদের কাজ আছে। এখন পর্যন্তই এগুলোর ডেটই দেওয়া।মিলন বলেন, ‘ঈদের ১৫টি নাটকে ১৫ রকমের ক্যারেক্টার, একটির সঙ্গে অন্যটির কোন মিল নেই।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন