ঈদে ছেলেকে কাছে পেয়ে ভীষণ আনন্দিত মুশফিকের বাবা
বগুড়ায় ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মাটিডালী ধরমপুর ঈদগাহ মাঠে তিনি নামাজে অংশগ্রহণ করেন। এদিকে ঈদে ছেলেকে কাছে পেয়ে ভীষণ আনন্দিত মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ।
নামাজ শেষে মুশফিক সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। সবাইকে নিরাপদে ঈদ উদযাপন ও গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এদিকে ছেলে মুশফিককে কাছে পেয়ে খুশি বাবা মাহবুব হামিদ। তিনি বলেন, ‘পরিবারের সবাই মিলে প্রতি বছর ঈদ করতে চাই। তবে এবছর মুশফিক ইনজুরির কারণে একটু আগেই এসেছে। এভাবে ওকে এতোদিন কাছে পাইনা। সবাই দোয়া করবেন।’
পরে ঈদের নামাজ শেষে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন মুশফিক। জানান, সামনে বাংলাদেশ দলের খেলা রয়েছে। সব সময় দেশের জন্য শুভ কামনা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন