ঈদে ট্রেনের অগ্রিম টিকিট কাল থেকে
কাল ১৮ আগস্ট শুক্রবার থেকে ঈদে ঘরে ফেরা মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২২ আগস্ট পর্যন্ত এই টিকিট বিক্রি করা হবে। আর ফেরার পথের টিকিট বিক্রি হবে ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত। আজ বৃহস্পতিবার রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, ১৮ তারিখে পাওয়া যাবে ২৭ আগস্টের টিকিট, ১৯ তারিখে পাওয়া যাবে ২৮ আগস্টের টিকিট, ২০ তারিখ পাওয়া যাবে ২৯ আগস্টের টিকিট, ২১ তারিখ পাওয়া যাবে ৩০ আগস্টের টিকিট এবং ২২ তারিখ পাওয়া যাবে ৩১ আগস্টের টিকিট।
কালোবাজারে টিকিট বিক্রি ঠেকাতে কোনো ব্যবস্থা নিচ্ছেন কি না, জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, কালোবাজারি ঠেকাতে আনসার, পুলিশ, র্যাব ও রেলপুলিশ সমন্বিতভাবে কাজ করবে। টিকিট বিক্রির জন্য কমলাপুরে মোট ২৩টি কাউন্টার থাকবে। এর মধ্যে দুটি কাউন্টার থাকবে শুধু নারীদের জন্য। আন্তনগর ট্রেন চলাচল করবে ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন