ঈদে ৫ বন্ধু সিএনজিতে ঘুরতে বেড়িয়ে ১ জনের লাশ ঘরে
ঈদের দিন দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার থোল্লার মোড়ের গ্যাস পাম্পের সামনে কুমিল্লা গামী একটি সিএনজির সাথে সিলেট মূখী অপর একটি পিক আপ ভ্যানের মুখমূখী সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন মারাত্মক আহত হন। আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত অপর ৪ জনকে ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নিহত যুবক সাইয়েম(১৮) ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার সায়েদাবাদ গ্রামের আবুল হোসেন’র পুত্র বলে পরিচয় নিশ্চিত করেছেন মীরপুর হাইওয়ে পুলিশ।
অন্যান্য আহতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামের মোজাম্মেল হোসেন’র পুত্র সাইফুল(২০), একই জেলার কসবা উপজেলার সায়েদাবাদ গ্রামের আমিনুল হক’র পুত্র মোতাহের(২২),ইউছুফ মিয়ার পুত্র এবাদুল(১৭), উজ্জল মিয়ার পুত্র তোফাজ্জল(১৮)।
আহতদের বহনকারী সিএনজি চালক আলী হোসেন বলেন, চালকসহ ওরা ৫ বন্ধু মিলে ঈদ আনন্দ করতেই সিএনজি যোগে ঘুরতে বেড়িয়েছিল। এসময় সিএনজির দু’পাশে দু’জন করে দাড়িয়ে মাথাসহ শরীরের উপরের অংশ বাহিরে রেখে আনন্দ উল্লাস করতে করতে যাচ্ছিল। তখন বিপরিতমূখী একটি পিকআপ ভ্যানের সাথে মুখমূখী সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
এব্যপারে বেলা সাড়ে ১২ টায় মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মৃনাল কান্তি দেব জানান, ৫ বন্ধু মিলে ঘুরতে বেড়িয়ে বিপরীতমূখী (সিলেট মূখী) একটি পিক আপ ভ্যানের মুখমূখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া গেছে, লাশ দেবীদ্বার থানায় সোপার্দ করা হয়েছে। স্বজনদের ইচ্ছার উপর মামলার বিষয়টি নির্ভর করবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন