ঈশ্বরগঞ্জে ফাতিহায়ে ইয়াজদাহমে মিলাদ শরীফ-দোয়া মাহফিল
সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য। নূরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম।মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউছুল আযম,সাইয়্যিদুল আউলিয়া, হযরত বড়পীর আবদুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি’র(বিছাল শরীফ; ফাতিহায়ে ইয়াজদাহম) ইন্তেকাল দিবসের সম্মানার্থে মুহম্মদিয়া শরীফ বৈরাটী’তে মিলাদ শরীফ-দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
(২৭ অক্টোবর) (১১রবিউছ ছানী) শুক্রবার জুময়া’র নামাজের পর মাহফিলে সভাপতিত্ব করেন মুহম্মদিয়া শরীফের খতিব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ আবুল কালাম। উল্লেখ্য ৬ষ্ট হিজরী শতকের মুজাদ্দিদ, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর আবদুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি’র সম্মানিত পিতার নাম হযরত আবু সালেহ মুসা জঙ্গী দোস্ত রহমতুল্লাহি আলাইহি।মাতার নাম হযরত উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহি আলাইহা।
হযরত আবদুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি ৪৭১ হিজরী ১লা রমাদ্বান শরীফ বিলাদতী শান তথা (জিলান নগরে) জন্ম গ্রহণ করেন। ৫৬১ হিজরী ১১-রবিউছ ছানী বিছালী শান তথা ইন্তেকাল করেন। মাহফিলে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ, ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য সাংবাদিক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার, মুহম্মদ শহিদ মিয়া সহ আরো অনেকেই দোয়া মাহফিলে শরিক হন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন