ঈশ্বরদী রূপপুর প্রকল্পে ফের চুরি! তামার তারসহ ১জন গ্রেফতার
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতর থেকে আবারও চুরির ঘটনা ঘটেছে। তবে ভেতর থেকে চোর পালাতে পারেনি।
রূপপুর প্রকল্পে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা চুরি করা ১০ দশমিক ৬ মিটার তামার তারসহ একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
ঈশ্বরদী থানা পুলিশ রোববার (১৩ ফেব্রুয়ারি) আটক ওই ব্যক্তিকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই ব্যক্তির নাম মোহাম্মদ মুকুল মন্ডল (৪৫)।
তিনি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের আব্দুল গণির ছেলে।
মামলার এজাহার সূত্র ধরে পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ৪ নম্বর গেট দিয়ে চুরির মালামাল পাচারের সময় সেনাবাহিনী সদস্যদের হাতে ধরা পড়ে মুকুল। এ সময় তাঁর কাছ থেকে ১০ দশমিক ৬ মিটার তামার উদ্ধার করা হয়। উদ্ধারের পর রোববার সেনাসদস্যরা চোরাই তারসহ তাঁকে ঈশ্বরদী থানায় সোপর্দ করে।
পরে পুলিশ আটক ওই ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে। মামলায় মুকুল মন্ডলকে প্রধান আসামী করা হয়েছে।
ঈশ্বরদী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, আটক ব্যক্তিকে চুরির নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে পাবনা আদালত পাঠানো হয়। পরে জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, রূপপুর প্রকল্পের ভেতরে জাহাজের মালামাল ওঠানামার নির্ধারিত স্থানে থাকা দুটি ট্রেন থেকে সম্প্রতি ২৯৫ মিটার তার চুরি হয়। যার মূল্য ৬৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, গত ৩০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে রূপপুর প্রকল্পের ভেতরে রাখা ক্রেণ দুটি থেকে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ কুষ্টিয়া জেলা থেকে ওই মামলায় দু’জনকে গ্রেফতার করলেও তাঁদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করতে পারেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন