উইলিয়াম-কেটের ঘরে নতুন অতিথি
ব্রিটিশ রাজপরিবারে আরেকজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন আরেকবার বাবা-মা হচ্ছেন।
সোমবার কিনসিংটন প্যালেসের এক বিবৃতিতে এ সুখবর জানানো হয়।
এতে বলা হয়, ‘রাজ পরিবারের মহামান্য সদস্য ক্যামব্রিজের ডিউক ও ডাচেস খুব আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে, তারা তাদের তৃতীয় সন্তানের অপেক্ষায় আছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘রানী ও দুই পরিবারের সদস্যরা এই খবরে আনন্দিত।’
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। এই দম্পতি ঘরে দুইটি রয়েছে।
বিবিসি ও সিএনএন’র খবরে বলা হয়, সম্প্রতি লন্ডনের হর্নসি রোডের একটি শিশু কেন্দ্রে যাওয়ার কথা ছিল ডাচেস কেট মিডলটনের। কিন্তু সোমবার সকালে রাখা সেই শিডিউল বাতিল করেন তিনি।
বমি বমি ভাব ও মাথা ঘুরার কারণে অনুষ্ঠানটি বাতিল করেন কেট। বর্তমানে কেনসিংটন প্যালেসে তার দেখভাল করা হচ্ছে। শারীরিক অসুস্থতা নিয়ে মানুষের উৎকণ্ঠার জবাবে প্রেগন্যান্সির খবরটি জানানো হয়েছে।
উইলিয়াম ও কেট মিডলটনের ঘরে অপর দুই সন্তান হচ্ছে- চার বছর বয়সী প্রিন্স জর্জ ও দুই বছর বয়সী প্রিন্সেস শার্লট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন