উচ্ছ্বাসিত লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরামের
“মানসম্মত শিক্ষা অর্জন করব, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব” এই স্লোগানকে সামনে রেখে গত ১১ জুন ২০১৮ইং তারিখে বিভিন্ন জেলার কতিপয় উদীয়মান শিক্ষক, সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবিদের নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম।
সংগঠনের শুরুতে বিশিষ্ট সামাজিক সংগঠক প্রভাষক আবু সাঈদ পলাশকে সভাপতি ও প্রভাষক সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নকল ও প্রশ্নফাঁস রোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, পাশাপাশি শিক্ষা সংশ্লিষ্ট সার্বিক দিকগুলোর উন্নয়নই সংগঠনটির মূল লক্ষ্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন