উট জানালো জিতবে ব্রাজিল!
বিশ্বকাপ ফুটবল নিয়ে চিন্তার অন্ত নেই ফুটবলপ্রেমীদের। প্রিয় দল জিতা নিয়ে কথা।প্রিয়দল জিতবে কে না চায়।প্রিয় দলের জয়-পরাজয়ের সম্ভাবনা নিয়ে অনেকেই দ্বারস্থ হন জ্যোতিষদের।
ফুটবলপ্রেমীদের ‘টেনশন’ কমাতে এবার এগিয়ে এসেছেন একজন জ্যোতিষী। নতুন এই জ্যোতিষী কিন্তু মানুষ নন। এটি একটি উট। তার নাম শাহিন।
সম্প্রতি কয়েকটি ম্যাচে কার তার ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গেছে। এবার ব্রাজিল-মেক্সিকো ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে এই উট। ম্যাচে জিতবে ৫ বারের চ্যাম্পিয়নরা ব্রাজিল।
ভবিষ্যদ্বাণী করা এই উটের খোঁজ পায় ‘গালফ নিউজ’। তারা নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করেছে এই উটের ভবিষ্যদ্বাণী।
এবারের বিশ্বকাপ এ পর্যন্ত ২৯টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে উট, যার মধ্যে ১৯টিই সঠিক হয়েছে। এর আগে পল নামে একটি অক্টোপাস বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে খ্যাতি কুড়িয়েছিল। তবে পল মাত্র ৮টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছিল। যার প্রতিটিই মিলেছিল।
এর আগে আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচে তার করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। এছাড়া কোয়ার্টার ফাইনালে চার ম্যাচ নিয়ে করা ভবিষ্যদ্বাণীর ৩টি মিলেছে।
এবার পালা ব্রাজিল-মেক্সিকোর ম্যাচের। বাংলাদেশ সময় রাত ৮টায় সামারায় শুরু হবে ম্যাচটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন