উড়োজাহাজের চালকের আসন থেকেই গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত পাইলট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ককপিট থেকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক পাইলটকে। গ্রেপ্তার পাইলটের নাম রুস্তম ভাগওয়াগার (৩৪)।
তিনি মার্কিন বেসরকারি বিমানসংস্থা ডেল্টা এয়ারলাইন্সের হয়ে কাজ করতেন।

ঘটনাটি ঘটেছে রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে। মিনোসেটার মিনিয়াপোলিস শহর থেকে উড্ডয়ন করা ডেল্টার একটি বোয়িং উড়োজাহাজ যথাসময়ে সানফ্রান্সিসকোতে অবতরণ করে। অবতরণের মাত্র ১০ মিনিটের মধ্যেই ককপিটে থাকা রুস্তমকে গ্রেপ্তার করে হোমল্যান্ড সিকিউরিটি এবং স্থানীয় পুলিশের একটি বিশেষ দল।

যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে রুস্তমের বিরুদ্ধে আগে থেকেই তদন্ত চলছিল। অভিযোগটি করা হয় ২০২৫ সালের এপ্রিল মাসে এবং সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোমল্যান্ড সিকিউরিটির অন্তত দশ গোয়েন্দা সদস্য ও স্থানীয় পুলিশ আগে থেকেই বিমানবন্দরে প্রস্তুত ছিলেন। উড়োজাহাজ অবতরণ করতেই তারা বিমানে প্রবেশ করেন এবং সরাসরি ককপিটে গিয়ে রুস্তমকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে নিয়ে যান।

ঘটনার আকস্মিকতায় বিমানের সহ-পাইলট হতবাক হয়ে পড়েন। এমনকি তাকেও অভিযানের বিষয়ে কিছু জানানো হয়নি, যাতে কোনোভাবে তথ্য আগেই রুস্তমের কাছে পৌঁছে না যায়।

রুস্তম ভাগওয়াগারের গ্রেপ্তারের পর ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই ঘটনায় মর্মাহত ও বিস্মিত। অভিযুক্ত পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ডেল্টা সবসময় অপরাধ ও অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থাকে।’

এ ঘটনায় বিমানবন্দরে থাকা যাত্রীরাও চরম বিস্ময়ের মধ্যে পড়েন। গ্রেপ্তারের সময় অনেক যাত্রী তখনও বিমানের ভেতরেই ছিলেন।

এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। তদন্ত এখনো চলছে এবং আদালতে পেশ করার পরই বিস্তারিত আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রকাশ হবে বলে জানা গেছে।