উদ্বোধনের সাথে মিলিয়ে সাতক্ষীরায় সুশীলনের ‘উপকূলবাসীর পদ্মা উৎসব’
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের সাথে মিলিয়ে সাতক্ষীরায় সুশীলনের ‘উপকূলবাসীর পদ্মা উৎসব’ কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
সুশীলন মিলনায়তনে শ্যামনগর কালিগঞ্জের শত শত নারী পুরুষ উপকূলবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুশীলনের অতিরিক্ত পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সুকুমার দাশ বাচ্চুসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
শুরুতে পদ্মা উপকূল উৎসবের উদ্বোধনী কেক কাটা হয়। এরপর কালিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি।
র্যালি ও আলোচনা সভা শেষে লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন