উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় শেরপুরে বিএনপির ছয় নেতাকে বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় শেরপুরের ৬ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- শেরপুর জেলা বিএনপির সদস্য ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম বাদশা, ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান মামুন।
শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম রাজন, শ্রীবরদী পৌর ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রশিদ বাদশা, শ্রীবরদীর গোসাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম সৌমিত মুন ও শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম সাইফুল হক মালেক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন