উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় আরো ৪৫ নেতাকে বিএনপির শোকজ
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থী হওয়া ৪৫ জনকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বিএনপি।
এসব নেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) রাত পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় দপ্তর থেকে অন্তত ৪৫ জনকে শোকজ করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
জানা গেছে, চিঠির জবাব সন্তোষজনক না হলে কিংবা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হবে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় এখন পর্যন্ত ৩০০ শতাধিক নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। তবে বহিষ্কৃত অনেক নেতা নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ হবে। এই ধাপের নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গত রোববার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন