উপজেলা পর্যায়ে প্রাণি চিকিৎসক বৃদ্ধির দাবিতে রাবিতে মানববন্ধন
ইয়াজিম পলাশ, রাবি প্রতিনিধি: উপজেলা পর্যায়ে প্রাণি চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেট ফেডারেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি ছাত্র সমিতি। রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির বলেন, ১৯৬৪ সালের অর্গানোগ্রাম অনুযায়ী উপজেলায় একজন করে ভেটেরিনারিয়ান নিয়োগ দেয়া হচ্ছে। একজন ভেটেরিনারি সার্জন দ্বারা একটি পুরো উপজেলার প্রাণি চিকিৎসা নিশ্চিত করা কখনো সম্ভব নয়। এ কারণে দেশের সম্ভবনাময় প্রাণিসম্পদ খাতটি বিকশিত হচ্ছে না। যদি প্রত্যেক উপজেলাতে তিন থেকে চারজন ভেটেরিনানিয়ান নিয়োগ দেওয়া যায় তবে এ সঙ্কট দূর করা যাবে।
কাজী বাহারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভেটেরিনারি ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি শাফিউল ইসলাম, ভেটেরিনারি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের বিভিন্ন বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন