উপদেষ্টারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন: মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেছেন, তাদের নিয়ে জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকলে তাদের কাজের মাধ্যমেই তার প্রমাণ হবে।

বুধবার বিকেলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

মাহফুজ আলম বলেন, ‘বাংলাদেশের জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মনোনীত সরকার। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি। যারা জনগণের পক্ষে এবং দীর্ঘ লড়াইয়ের স্বপক্ষে আছেন, তাদের নিয়েই সরকার পরিচালিত হচ্ছে।’

‘আমাদের কাছে অনেকগুলো প্র্যাকটিক্যালিটি ছিল। যার বেশির ভাগই আমরা পূরণ করতে পেরেছি। আর জনগণই নতুন উপদেষ্টাদের বিচার করবে তাদের কার্যক্রম দেখে।’ বলেন উপদেষ্টা।

কিন্তু কোনো উপদেষ্টা নিয়ে জনগণের যদি কোনো অনাগ্রহ থাকে সেটি খতিয়ে দেখা হবে জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘আমরা মনে করি, যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। তারপরও যদি জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকে তাহলে তাদের কাজের মাধ্যমেই প্রমাণ হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সবুজ ভুইয়া উপস্থিত ছিলেন।