উপস্থিতি কম নিয়েই গণবিশ্ববিদ্যালয়ে ঈদ পরবর্তী ক্লাস শুরু
বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে আবার শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা উপলক্ষে গত ৩০ আগস্ট (বুধবার) থেকে ০৮ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার পর ৯ সেপ্টেম্বর (শনিবার) থেকে সকল নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার ক্যাম্পাস পরিদর্শন শেষে দেখা যায়, ৯ সেপ্টেম্বর থেকে সকল বিভাগের নিয়মিত ক্লাস, পরিক্ষা শুরু হবার কথা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। শিক্ষার্থীরা জানান, ঈদ পরবর্তী পূনর্মিলনীতে মেতে উঠেছেন তারা। সকলের কুশল আর নিজ বাড়িতে কাটানো ঈদ অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়েই চলছে ছুটি শেষে প্রথম দিনের ক্লাস।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বললে জানা যায়, রাস্তায় যানজট এবং টিকিট সমস্যার কারণে এখন পর্যন্ত অনেকেই ক্যাম্পাসে এসে পৌছাতে পারেননি। তবে আগামীকাল রবিবার থেকে উপস্থিতি শতভাগ হবে বলেও আশা প্রকাশ করেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন